Home / দেশ / পাবনা কাশিনাথপুরে অজ্ঞাত পুরষের লাশ উদ্ধার

পাবনা কাশিনাথপুরে অজ্ঞাত পুরষের লাশ উদ্ধার

পাবনা থেকে মোবারক বিশ্বাস ঃ পাবনা সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের পাবনা-নগরবাড়ি মহাসড়কের কোরিয়াল নামক স্থানে গতকাল অজ্ঞাত পুরষের লাশ উদ্ধার করেছে সাঁথিয়া থানা পুলিশ।
সাঁথিয়া থানার এস আই হাসমত জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় তারা স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন কোরিয়াল গ্রামে রাস্তার পাশে এক অজ্ঞাত (৭৫)বৃদ্ধের মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে এস আই হাসমত সঙ্গিয় পুলিশ সদস্যসহ সেখানে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন। দারোগা জানান, বৃহস্পতিবার রাতে যে কোন সময় সড়ক দুর্ঘটনা বৃদ্ধের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বেড়া উপজেলার পাইকারহাটি গ্রামের কোরবান আলীর ছেলে মিলন (২৭)বলেন, নিহত ব্যাক্তিকে মাঝে মধ্যে রাস্তায় দেখা যেত তার পরিচয় আমরা কখনও জানতে পারেনি। বাগজাল গ্রামের রাজব প্রাং এর ছেলে আসাদুল (১৮) জানান, নিহত ব্যাক্তি মানসিক প্রতিবন্ধি তাকে আমরা মাঝে মধ্যে রাস্তায় দেখতে পেতাম। তবে তার চাল চলন ছিল অস্বাভাবিক। দারোগা হাসমত আরো জানান, নিহতের পরিচয় নিশ্চিত না হওয়ায় আমরা পাবনা আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করেছি। তবে এ ঘটনা সাঁথিয়া থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১১,তাং-১৯-০৭-১২ইং।

About

আরও পড়ুন...

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে

দাতা সংস্থা সিডিডি ও সিবিএমের সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) …