Home / দেশ / সারাদেশ / পাবনা চাটমোহরে বিপুল উৎসাহে জাঁকজমকভাবে বর্ষবরণ-

পাবনা চাটমোহরে বিপুল উৎসাহে জাঁকজমকভাবে বর্ষবরণ-

মোবারক বিশ্বাসঃ পাবনার চাটমোহরে বিপুল উৎসাহ উদ্দীপনা আর জাঁকজমকভাবে বাংলা নববর্ষকে বরণ করা হলো। বর্ষবরণ উপলক্ষে চাটমোহর উপজেলা প্রশাসন, আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন রকম রকম আয়োজন করে। আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, পান্তা খাওয়া, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চাটমোহর উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসন আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ্। উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ, ওসি হাবিবুল ইসলাম, পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা, ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। খানে চাটমোহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। বর্ষবরণ উপলক্ষে চাটমোহর আওয়ামীলীগ পৌর শাখা মুক্তিযোদ্ধা সংসদে সদস্য সংগ্রহ ও পান্তা খাওয়া উৎসব করে। প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীগের সভাপতি এ্যাড, সাথাওয়াত হোসেন সাখো। বর্ষরবণ উপলক্ষে চাটমোহর রংধনু যুব সংঘ হানুফা মেমোরিয়াল হোমস্, যুব সংঘ, লায়ন মার্শাল আর্ট এসোসিয়েশন, শাহিনুর মটরস, জাবর কোল শহীদ ফজলুল হক স্মৃতি সংঘ, চাঁদতারা সমিতিসহ বিভিন্ন সংগঠন শোভা সংঘ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। চাটমোহর পৌর মেয়রের উদ্যোগে ২ বৈশাখী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় মেয়র বৈশাখী উৎসব। এতে দেশ বরেণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

পাবনা চাটমোহরে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান
মোবারক বিশ্বাস ঃ পাবনার চাটমোহর উপজেলার পাশ্বডাঙ্গা ইউনিয়নের রড়গুয়াখড়া খানকা শরীফ প্রাঙ্গনে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে। একই সাথে ঢাকান্থ ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারিরিয়ান আবু সালেই মোহাম্মদ মাজেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১৩ এপ্রিল দুপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন খানকা শরীফ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আজাহার আলী সরকার। প্রধান অতিথি হিসেবে ছিলেন রোটারিয়ান আবু সালেহ মোহাম্মদ মাজেদ। বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ ইশারত আলী। বক্তব্য দেন, বিএনপি নেতা মোঃ লিটন বিশ্বাস, খানকা শরীফ এতিম খানার সম্পাদক মোঃ আঃ আলীম সরকার প্রমুখ। এসময় চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ এলাকাবাসী উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে চাটমোহরের কৃতি সন্তান ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সালেহ মোহাম্মদ মাজেদকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেবার দাবি জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং এলাকার মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।

About

আরও পড়ুন...

শার্শায় মাঠ জুড়ে বিভিন্ন জাতের সরিষা চাষ

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় এ বছর বিভিন্ন জাতের সরিষা চাষ শুরু হয়েছে। …

error: Content is protected !!