পাবনা থেকে মোবারক বিশ্বাস ঃ পাবনার ভাঙ্গুরা উপজেলার রাজশাহী-ঢাকা রেল পথের কৈডাঙা রেল ব্রিজের খাচার ধাক্কায় অজ্ঞাত পরিচয়(৩৫) এক যাত্রী নিহত ও অপর এক যাত্রী গুরতর আহত হয়েছে। গুরতর আহত ফজলুল হক (৩০)কে প্রথমে ভাঙ্গুরা স্বাস্থ্য কমপ্লেক্স্রে পরবর্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভাঙ্গুরা থানা পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্স্রপ্রেস অথবা দিনাজপুরগামী দ্রুতযান এক্স্রপ্রেসে অবৈধভাবে ভ্রমন করার সময় রেল ব্রিজের খাচায় ধাক্কা খেয়ে একজন নিহত ও একজন আহত হন। শুক্রবার সকালে রেল ব্রিজের উপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ভাঙ্গুরা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। উল্লেখ্য অবৈধভাবে ট্রেনের ছাদে ভ্রমন করায় এ ব্রিজের খাচার ধাক্কায় প্রায় প্রতিদিনই মানুষ মারা যায়। তার পরেও রেল কতৃপক্ষ ট্রেনের ছাদে ভ্রমন রোধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি।
Discussion about this post