মোবারক বিশ্বাস ঃ পাবনার সাঁথিয়ায় সিএন্ডবি চতুর বাজারস্থ আঃ খালেক সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৩৩ টি দোকান ভস্মিভূত হয়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। আগুন নেভানোর সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সর্বস্ব হারানো দোকান মালিকদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। সরোজমিন ঘটনাস্থল গিয়ে এই ভয়াবহ অগ্নিকান্ড সম্পর্কে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আঃ খালেক সুপার মার্কেটের কোন এক দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তের মধ্যে মার্কেটের ২৭টি দোকানসহ পার্শ¦বর্তী বাছেদ মার্কেটের ৬টি দোকানে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখার গর্জন শুনে এলাকাাবাসী ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। অপর দিকে খবর পেয়ে প্রথমে উল্লাপাড়া পরে বেড়া,শাহজাদপুর ও পাবনা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট মিলে ৩ঘন্টা ব্যাপী চেষ্টাকরে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষনে অগ্নিকান্ডের লেলিহান শিখায় চাউল,আটা,কাপড়,মুদি, ইলেকট্রনিক্র,ঔষধ, প্রসাধনী,হোটেলসহ বিভিন্ন পন্য সামগ্রীর ৩৩টি দোকানের মালামাল ও নগদ টাকা সম্পূর্নরুপে ভস্মিভূত হয়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্থ ও এলাকাবাসীর সাথে আলাপ কালে তারা জানান, প্রতিদিনের মত ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা শেষে রাতে দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যায়। তারা আরও জানায়, তাদেরকে ক্ষতি করার জন্য দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে এ অগ্নিকান্ড ঘটাতে পারে। ফায়ার সার্ভিস ইউনিটের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
Discussion about this post