ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা ঃ রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ ভূট্টাভর্তি একটি ট্রাক হতে ৩২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। পুলিশ জানায়, সোমবার দিবাগত গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ট-১৪-৬৮৫২ নম্বরের ভুট্টা বোঝাই একটি ট্রাক মিঠাপুকুরের শঠিবাড়ি হতে ফেন্সিডিল বহন করে ঢাকায় পাচারের উদেশ্যে রওনা হয়। ট্রাক ড্রাইভার পুলিশের উপস্থিতি টের পেয়ে মহাসড়কের লালদিঘী নামক স্থানে এসে মহাসড়ক হতে বালুয়া বাইপাস সড়ক দিয়ে যাবার সময় পুলিশ ট্রাকটিকে আটক করে। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাক ড্রাইভার ও হেলপারের পায়ের নিকটে ১টি সাদা বস্তা এবং একই স্থানে ১টি স্কুল ব্যাগ এবং কেবিনের উপরে থাকা অন্য একটি বস্তায় সর্বমোট ৩২৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পুলিশ ফেন্সিডিল পাচারের অভিযোগে ট্রাক ড্রইভার ও হেলপার উপজেলার খামার তাহেরপুর গ্রামের মোতালেবের পুত্র মিজানুর রহমান(৩০) ও লালদিঘী ফতেপুরের মৃত কাশেম আলীর পুত্র আমিনুর রহমান(২৮) কে গ্রেফতার করে। পরে পুলিশ আটককৃত ট্রাকটি থানায় নিয়ে আসে। গ্রেফতাকৃতরা বলেন, উদ্ধারকৃত ফেন্সিডিল মিলনপুরের বাদশা মিয়ার পুত্র টিপু সুলতান(৩৬), মোনাইল দুর্গাপুরের মৃত মাহাতাব উদ্দিনের পুত্র একরামুল(৪০), পাটগ্রাম ফলিরবিলের মৃত সফর উদ্দিনের পুত্র সাইদুর রহমান(৩২), গেপিনাথপুরের তৈয়ব উদ্দিনের পুত্র খুশি মিয়া(৩০) ঢাকায় বিক্রয়ের উদ্যেশ্যে রংপুর-ঢাকা মহাসড়কের বিশ মাইল নামক স্থানে ট্রাকে উঠাইয়া দেয়।
Discussion about this post