প্রতিনিধি
-সৈয়দ মুহাম্মদ মোজাহেদ
.
কৃষ্ণচূড়ার লাল রঙে হয়েছো রঙ্গিন,
সুবাস বিহীন।
ভেদাবেদ করেছ তুমি অনেকদিন,
বিচার বিহীন।
কর্মের মূল্যায়ন দাওনি কোনদিন,
তারপর ও বল মনহীন।
লিখতে থাক ভূঁরি ভূঁরি প্রতিদিন,
কবি হবে জ্ঞানহীন।
বিবেকের কাছে প্রশ্নকর নিত্যদিন,
চাও কি বিরামহীন।
নিঃস্বার্থের কথা যতই বল অগণিত দিন,
নিজেই আগে স্বার্থ খোঁজ
বাকী সব মূল্যহীন।
নিজের ঢোল নিজেই পিটাও এই কেমন নীতি,
“ছেলের হাতে কলা দিয়ে মা কে কর রাজি”
এই বুঝি হয় নিয়মনীতি
হবে তুমি প্রতিনিধি।।
Discussion about this post