স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনের বিধান কঠোরভাবে প্রয়োগের দাবিতে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গত ১২ অক্টোবর সোমবার বিকালে ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোফাখখার হোসেন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম। আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নাজমুল হুদা সুজন, যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল মিন্টু, যুগ্ম আহবায়ক শেখ মাসুম। এছাড়াও ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক এ সময় বক্তব্য রাখেন।
Discussion about this post