প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দুই দিনের সফরে রবিবার (৪ অক্টোবর) সকালে কুয়েত যাচ্ছেন। শনিবার মন্ত্রী বলেন, ‘কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহকে অভিনন্দন বার্তা জানাতে আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে কুয়েত সফর করবো। নতুন আমিরকে অভিনন্দন বার্তা দেওয়া ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী কুয়েতের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমবেদনা জানাবেন।’
কুয়েতের নতুন শাসক শেখ নাওয়াফ আল আহমেদ আল সাবাহ যুক্তরাষ্ট্রে তার পূর্বসূরি শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ মারা যাওয়ার একদিন পর নতুন আমির হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জনগণ এবং বাংলাদেশ সরকার এবং আমার পক্ষ থেকে কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে আমিরের অবদান স্মরণ করবে। মঙ্গলবার তার দেশে ফেরার কথা। খবর বাসস।
Discussion about this post