Home / দেশ / প্রধানমন্ত্রীর মহাসমাবেশে হবিগঞ্জ আ’লীগের ৮ হাজার নেতাকর্মী যোগ দিচ্ছে

প্রধানমন্ত্রীর মহাসমাবেশে হবিগঞ্জ আ’লীগের ৮ হাজার নেতাকর্মী যোগ দিচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেটের মহাসমাবেশে যোগ দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। ইতোমধ্যে তারা বেশ কয়েকটি প্রস্তুতি সভাও করেছে। শনিবার বিকেল ৩টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠেয় সমাবেশে হবিগঞ্জের ৮ উপজেলা ও ৬টি পৌরসভা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ হাজারেরও অধিক নেতাকর্মী অংশ নিচ্ছেন। দলীয় সূত্র জানায়, বাস, মাইক্রোবাস মিলিয়ে দুই শতাধিক গাড়ি নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। হবিগঞ্জ-৩টি আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসকের নেতৃত্বে শনিবার সকাল ১০টায় তারা সিলেটের উদ্দেশে রওয়ানা দেবেন। এর মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) নির্বাচনী এলাকায় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) নির্বাচনী এলাকায় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু জাহির ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) নির্বাচনী এলাকায় সমাজকল্যাণমন্ত্রী, সংসদ সদস্য অ্যাডভোকেট এনামুল হক মোস্তফা শহীদ নেতৃত্ব দেবেন। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির জানান, প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে জেলা আওয়ামী লীগ চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। ৮ হাজারেরও অধিক নেতাকর্মীর অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘শুধুমাত্র হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) নির্বাচনী এলাকা থেকেই ছোট-বড় ৮০টি গাড়িতে ২ হাজার নেতাকর্মী নিয়ে মহাসমাবেশে অংশ নিচ্ছি’।

About

আরও পড়ুন...

ভ্যাকসিন প্রাপ্তির তালিকায় বিদেশগামী কর্মীরা

কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রাপ্তির তালিকায় অগ্রাধিকার প্রাপ্ত বিদেশগামী কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। iপ্রবাসী কল্যাণ ও …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ