প্রবাসীদের কে বিয়ে করবেন না
আবদুর রহিম
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
প্রবাসীদের বিয়ে করবে না
বলছে কে গো শুনি ,
কোনবা রুপের রুপসী গো
কোনবা গুনের গুনি ???
প্রবাসীরা দেশের সম্পদ
নেই কি তোমার জানা ??
তবে কেন বললে তুমি প্রবাসীদের
বিয়ে করতে মানা ।
টাকা কামায় টাকা পাঠায়
বাপ মা থাকে সুখে ,
সেই কথাটি বললে নাকো
একটি বার মুখে ।
দেশের আয়ের সিংহভাগই
প্রবাসীরা পাঠায় ,
সেই কথাটি ভুলে গেছো
কারবা শুয়ে কাঁথায় ।
খবর নিয়ে জানলাম বটে
পেলাম তোমার খোঁজ ,
10 টা পুরুষ লাগে নাকি
সকাল বিকাল রোজ ।
হোটেল মোটেল আছে যখন
বসবে কেন বিয়ে ,
জৌবন জ্বালা মিঠিয়ে সেথায়
আসবে টাকা নিয়ে ।
বারবনিতার মেয়ে তুমি
বলাই স্বাভাবিক ,
তোমার মুখে বলবে বটে
এটাইতো ঠিক ।
আই বুড়ি হয়ে যখন
থাকো ঘরে বসে,
কর্ল গার্ললে ট্রিপ মারো
হোটেল মোটেল চষে ।
সাতশো পুরুষের সংঙ্গী হয়ে
এখনো ভাবো সতি ,
প্রবাসীদের বিয়ে করতে
ভাব দেখাও অতি ।
তোমাদের মতো ব্যাসা যারা
অংগ বেচে চলো ,
ঘর সংসার করবে নাতো
এই কথাই বলো ।
যাক গে তবে পরিশেষে
এই কথাই বলি ,
স্বদেশ বিদেশ সবাই যেন
ভাল হয়ে চলি ।
লেখার ইচ্ছা ছিলো নাতো
বিবেক উঠলো নেড়ে ,
তাইতো লিখে দিলাম আমি
ফেইজ বুকে ছেড়ে ।
অন্যায় হলে ক্ষমা করবেন
সকল বন্ধু জনে ,
প্রবাসীরা দেশের সম্পদ
রাখবেন সবাই মনে ।
Discussion about this post