
কুয়েত প্রতিনিধিঃ যথাযথ স্থানে কোন তথ্য পৌঁছাতে বর্তমানে মিডিয়ার বিকল্প নেই। প্রবাসীদের দাবি সমূহ সদ্য ক্ষমতাসীন সরকারের নজরে আনতে প্রবাসী সাংবাদিকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুয়েত সিটির রাজধানী হোটেলে শুক্রবার রাতে বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলা টিভির প্রতিনিধি আ.হ জুবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও তাদের দাবি সমূহ সঠিক তথ্য প্রমাণাদি সহ সংবাদ প্রচার করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি গোচর করতে সবার প্রতি আহ্বান জানান প্রবাসী সাংবাদিক নেতা মঈন উদ্দিন সরকার সুমন। তিনি আরো বলেন প্রবাসীদের কল্যাণে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের বিভিন্ন উদ্যোগ, পুলিশের প্রবাসী ডেস্ক সহ প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা গুলো খুবই প্রশংসনীয় আর এই সুবিধা গুলো গ্রহণ করতে এখনই সময় আর এই বিষয়ে প্রবাসীদের সচেতন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে প্রবাসী সাংবাদিকদের ভুমিকা সবচেয়ে বেশী । প্রবাসী সাংবাদিকদের অসহায় প্রবাসীদের কল্যাণে কাজ করার আহ্বান করেন সংগঠনের সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আরটিভি প্রতিনিধি জালাল উদ্দিন, যমুনা টিভি প্রতিনিধি শেখ এহসানুল হক খোকন, সময় টিভি প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, মাই টিভি প্রতিনিধি আল আমিন রানা, একাত্তর টিভি প্রতিনিধি সাদেক রিপন, আনন্দ টিভি প্রতিনিধি সেলিম হালদার সহ অন্যান্য সংবাদ কর্মীরা। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আরটিভি প্রতিনিধি জালাল উদ্দিন অবকাশ কালীন স্বদেশ যাত্রায় সম্মাননা দেয়া হয় ।
Discussion about this post