রবিবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন,সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নিউজ ২৪ টেলিভিশনের প্রতিনিধি মোঃ আল আমিন গুরুতর আহত হন। অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার আনার দাবি জানিয়ে সৌদি আরবের-রিয়াদ,দাম্মাম,জেদ্দা,মদিনায় বসবাসরত প্রবাসী সাংবাদিক ইউনিটির সমন্বয়ে ভার্চুয়াল প্রতিবাদ সভা করেছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, প্রবাসী সাংবাদিক ফোরাম প্রসাফ এর সভাপতি আরটিভির সৌদি আরব ব্যুরো প্রধান মোহাম্মদ আবুল বশির, বাহার উদ্দিন বকুলের সঞ্চালনায়। প্রধান অতিথি ছিলেন, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক্স মিডিয়ার সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম,ওয়াই আলাউদ্দিন। অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, মদিনা সাংবাদিক ফোরামের সভাপতি মুছা আবদুল জলিল, দাম্মাম বাংলা টিভি প্রতিনিধি গোলাম কিবরিয়া, রিয়াদ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন,পশ্চিমাঞ্চল এর সাধারণ সম্পাদক মাসুদ সেলিমসহ আর অনেকে। বক্তব্যের প্রবাসী সাংবাদিকরা বলেন, আল-আমিন এর উপর হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে সেইসাথে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন সেই অপশক্তি সাংবাদিকদের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছে এবং টার্গেট করে আল আমিনের উপর হামলা করেছে। অপরাধিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আরও পড়ুন...
কুয়েতে সুনাম বয়ে আনবে দক্ষ জনশক্তি নার্স
বাংলার বার্তাঃ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনীদেশ কুয়েত, এখানে দক্ষ, আধা-দক্ষ, স্বল্প দক্ষ জনশক্তির রয়েছে অসংখ্য চাহিদা। …