আব্দুল্লাহ্ আল মানসুর: নগরীর চকবাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন পশ্চিম গর্জনখোলায় দিনে ও রাতে পুরোদমে চলছে মাদকের জমজমাট ব্যবসা। জিরো থেকে হিরো হওয়া ব্যক্তিরাই এ সকল মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে গিয়ে জানা যায় চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ টি এসআই মোস্তফা কে অনেকবার এলাকার লোকজন অভিযোগ দিলেও তার দিকে নজর দিচ্ছে না বলে দাবি করছে চকবাজারবাসী। জানা যায় যে,গর্জনখোলায় পুরানো জিনিস ক্রয়-বিক্রয়ের দোকান মালিক জানে আলম জান্ডার ও মনির হোসেনের নেতৃত্বে গোপনে পএ পএিকা ও পুরানো জিনিস ক্রয়-বিক্রয়ের পাশা পাশি হিরোইন,মদ,গাঁজা,ফেন্সিডিল সহ বিভিন্ন অপকর্ম চলছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে, বিভিন্ন পেশাজীবি মানুষের ভীড় এমন কি স্কুল কলেজ পড়–য়া ছাএরাও এই মাদক সেবনের জন্য অপো করছে। সাধারন মানুষের প্রশ্ন কোথায় থেকে আসে এসকল মাদক,তাদের সাথে কি আর কোন মাদকের সিন্ডিকেট রয়েছে কি!এ ব্যাপারে কাউন্সিলর মোশারফ হোসেনের সাথে কথা বললে তিনি এ বিষয়ের সত্যতা স্বীকার করে বলেন-অনেকবার মেীখিক ভাবে মাদক ব্যবসায়ীদের নিষেধ করার পর ও তারা এ ধরনের ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে,পুলিশ কে অনেকবার বলা হয়েছে তিনি দাবি করছেন। এলাকাবাসীর দাবি এ সকল মাদক ব্যবসায়ী ও তাদের মাদকের গোডাউন উচ্ছেদের ব্যাপারে পুলিশ প্রশাসন সুনজর দিবে।
Discussion about this post