Home / দেশ / ফুলপুরে বাস উল্টে খালে নিহত ৩ আহত ৩০

ফুলপুরে বাস উল্টে খালে নিহত ৩ আহত ৩০

ময়মনসিংহের ফুলপুরে দুর্ঘটনা কবলিত বাস (উপরে), নিহতদের লাশ (নিচে)

মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ঃ ময়মনসিহের ফুলপুর উপজেলার চানপুর মোড়ে গতকাল বুধবার দুপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। এতে উত্তেজিত জনতা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।     জানা যায়, ঢাকা-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার চানপুর নামক স্থানে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস (হিয়া এন্টারপ্রাইজ, টাংগাইল ব-৩৫৩) বিপরীত দিক থেকে আসা মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের একটি বাসকে (ঢাকা মেট্রো ব ১৪-৩৯৩৩) সাইড দিতে গিয়ে ধাক্কা খায়। এতে শেরপুরগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চানপুর বীজের নিচে গভীর খালে পড়ে যায়। ঘটনাস্থল থেকে এলাকাবাসী নিহত ও আহতদের উদ্ধার করে। নিহতরা হলেন, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পশ্চিম গজারীকুড়া গ্রামের আলহাজ আব্দুর রহমান (৫০), ফুলপুর উপজেলার বাশাটি জুনিয়র হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র হাবিবুর রহমান (১৪) ও অজ্ঞাত একজন পুরুষ (৪০)। বাসের নিচে আরও লাশ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে সুমন (১৮), রফিক (১৭), আল মামুন (২৫), লালু মিয়া (৩৫), নজরুল (৪০), আরিফ (১৭), হাসান (১৮), মান্নান (১৮), মইনুল (১২), রাশিদা (৩০), সুমাইয়া (৯) ফুলপুর হাসপাতালে ভর্তি করা হয় ও আরিফকে (২৫) ময়মনসিংহে প্রেরণ করা হয়। স্থানীয় লোকজন দুর্ঘটনা রোধে রাস্তা সংস্কার ও গতিরোধক স্থাপনের দাবিতে ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়। উল্লেখ্য, চানপুর মোড় নামক এই জায়াগাই খুবই দুর্ঘটনাপ্রবণ। ইতঃপূর্বে এখানে অসংখ্য দুর্ঘটনায় অনেক প্রাণহানি ঘটেছে।

About

আরও পড়ুন...

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে

দাতা সংস্থা সিডিডি ও সিবিএমের সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ