Home / ভিন্ন খবর / ফের হাসপাতালে চিত্রনায়ক ফারুক
আকবর হোসেন পাঠান ফারুক

ফের হাসপাতালে চিত্রনায়ক ফারুক

আকবর হোসেন পাঠান ফারুক
আকবর হোসেন পাঠান ফারুক

সপ্তাহখানেক বাসায় থাকার পর ফের অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। এর আগে গত ১৬ আগস্ট শরীরে জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জায়েদ খান জানান, অসুস্থ অনুভব করলে সোমবার হাসপাতালে ভর্তি হন ফারুক ভাই। তিনি বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

এর আগে চিত্রনায়ক ফারুক করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হন। সে সময় দুদফায় তার করোনা পরীক্ষা করালে তার করোনা পরীক্ষায় নেগিটিভ আসে। বেশ কয়েদিন হাসপাতালে থাকার পর কিছুটা সুস্থ হলে তিনি বাসায় ফেরেন।

প্রসঙ্গত, চিত্রনায়ক ফারুক ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হয় বড় পর্দায়।  এরপর ‘আবার তোরা মানুষ হ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘সারেং বৌ’, মিয়া ভাই’সহ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

চলচ্চিত্রে অভিনয়ের জন্য একবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ও আজীবন সম্মাননায় ভূষিত হন।

About admin

আরও পড়ুন...

শিক্ষায় শিক্ষকের অনুপ্রেরণায় ভাগ্য পরিবর্তন হয়

জীবন কর্ম ব্যস্ততায় হাজারও মানুষ যেন হারিয়ে ফেলছে অতীতের বিশেষ কিছু স্মৃতি আর যেন নেতিবাচক …

error: Content is protected !!