নজরুল ইসলাম মিন্টু বগুড়া জেলা প্রতিনিধি: নানার বাড়িতে দাওয়াত খাওয়া হলনা রেশা মনির, ঘাতক বাস কেড়ে নিল মা, মেয়ে ও বাবার জীবন। শুক্রবার দুপুরে বগুড়া-নামুজা সড়কের নুনগোলা নামক স্থানে মোরট সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখী সংর্ঘসে একই পরিবারের ৩জন নিহত। প্রতক্ষদর্শী সুত্রে জানাগেছে, বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের বালু ব্যাবসায়ী বায়েজিদ (৩৮) তার স্ত্রী মোনোয়ারা বেগম ধলি (২৫) ও শিশু কন্যা রেশা মনি (৩) কে নিয়ে একই উপজেলার নুনগোলা ইউনিয়নের কাওলা গ্রামে মোটর সাইকেল যোগে শশুর বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার সময় নুনগোলা পার্শ্ব রাস্তা থেকে মেইন রাস্তায় উঠার সময় বগুড়া হতে নামুজাগামী যাত্রীবাহী বাস (বগুড়া-জ-০৫-০০১১) এর সাথে মুখোমুখী সংঘর্সে ঘটনা স্থলেয় মেয়ে ও বাবা মারা যায় এবং হাসপাতালে নেযার পথে মা মারা যায়। মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে বাসের নিচে গেলে বাসটি আটকে যায়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিত বাস ও মোটর সাইকেল স্থানিয় নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকারের জিম্মায় দিয়ে যায়। একই পরিবারের তিন জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
Discussion about this post