নজরুল ইসলাম মিন্টু বগুড়া জেলা প্রতিনিধি : দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। গত ৩ মার্চ জামায়াতের হরতালের দিনে জামায়াত শিবিরের নেতাকর্মীরা থানা ঘেরাও, ভাঙচুর এবং উপজেলা আওয়ামীলীগ কার্যালয়, আ’লীগ সভাপতি মিজানুর রহমান খানের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, সিপিবি নেতা আবুল বাশারের বাড়ি, জেলা আ’লীগ সদস্য আনোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ও সংখ্যালঘু সম্প্রদায় প্রভাত রতন দাসের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এব্যাপারে দুপচাঁচিয়া থানায় ১০টি মামলা দায়ের করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব অবহেলার কারণে এসব ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠে। আ’লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম গত ১৫মার্চ দুপচাঁচিয়ায় এসে ঘটনার স্থান পরির্দশন করার পরের দিনে ওসিকে ক্লোজ করা হয়। জেলা সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আশরাফুল ইসলাম ওসিকে ক্লোজ করার কথা স্বীকার করেছেন।
Discussion about this post