বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে চাচার কোদালের আঘাতে ভাতিজা কৃষক খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের গুলিয়া কৃষ্ণপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের পুত্র আব্দুল জব্বার (৩৮) এর ভরাটকৃত পৈতিক জমিতে সোমবার সকাল ৯টায় প্রতিপক্ষ চাচা ফজের আলী ও তার ছেলে রহমাত আলী, মেহেদী হাসান, কোরবান আলী জোরপূর্বক মাটি কাটতে লাগে। এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আব্দুল জব্বার ভরাটকৃত মাটি কাটতে নিষেধ করে। এক পর্যায়ে চাচা ফজের আলীসহ তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে কৃষক আব্দুল জব্বারের মাথায় কোদালের আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এসংবাদ পেয়ে ভাই আফাজ উদ্দিন, খোকা মিয়া ও আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে ছুটে এলে তাদের উপরেও হামলা চালিয়ে বেদম মারপিট করে। এতে ৩জন গুরুত্বর আহত হয়। আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
Discussion about this post