বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে ছাত্রলীগ নেতা বিজয় রহমান বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। জানা গেছে, বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রহমান বাবুর ওপর সন্ত্রাসীরা স্থানীয় পাবলিক মাঠে অতর্কিত হামলাকরে ধাওয়া করে উপজেলা সদরের প্রধান সড়কের ইত্যাদী লাইব্রেরীর নিকট ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে যায়। বাবুকে মূমুর্ষ অবস্থায় বগুড়া স্থানান্তর করা হলে আনুমানিক রাত সোয়া আটটার দিকে বগুড়ায় সে মৃত্যু বরন করে।সে পৌর এলাকার ধাপ গ্রামের নুরুল ইসলামের পুত্র । পূর্ব শত্র“তার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এদিকে বাবুকে আহত করার প্রতিবাদে একটি বিােভ মিছিল বের করে পাবলিক লাইব্রেরীর সামনে প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম মুনু,সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিমন। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Discussion about this post