বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার কাহালুতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে আব্দুল মান্নান (৩৫) নামে একজন খুন হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বরংগাজান গ্রামের কিয়াম উদ্দীনের ছেলে আব্দুল মান্নানের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের নুরুল ইসলাম মাস্টারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে নুরুল ইসলামের লোকজন মান্নানকে বিরোধ মীমাংসার জন্য ডেকে নিয়ে তাকে প্রথমে বেদম মারপিট এবং পরে উপর্যুপরি ছুরিকাঘাত করে বাড়ির পাশে ফেলে রেখে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। এবিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জমিজমার বিরোধ থেকেই এই হত্যাকান্ড ঘটেছে।
Discussion about this post