নজরুল ইসলাম মিন্টু বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়া শহরের বড় কুমিড়ায় ক্যাবল ব্যবসায়ী রঞ্জু সরদারকে (৪৫) অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার বগুড়া সদর উপজেলার বড় কুমিড়া বাজার সংলগ্ন বিএড কলেজের পার্শ্বে এ ঘটনা ঘটে। নিহত রঞ্জু ঐ এলাকার আজাহার আলী সরদারের ছেলে। জানা গেছে, পূর্ব শত্রতার জের ধরেই দুর্বৃত্তরা রঞ্জুকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে বেলা ১১টার দিকে পথিমধ্যে তার মৃত্যু হয়। এদিকে, রঞ্জুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজু ও বাদল নামে ২ প্রতিবেশির বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে উত্তেজিত জনতা। এ সময় পুলিশ ও জনতার মধ্যে ব্যাপক বাকবিতন্ডা হয়। পরে দুপুর ১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । এ ব্যাপারে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বগুড়ায় যুবদলের দুই গ্র“পে সংঘর্ষ
বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়ায় যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্র“পের সংঘর্ষ হয়েছে। শনিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। জেলা যুবদলের একটি সুত্র জানায়, কয়েকদিন আগে নবগঠিত যুবদলের সদর উপজেলা কমিটি গঠনের তীব্র প্রতিবাদ জানিয়ে পুরাতন কমিটির নেতারা তা ভেঙে দেবার দাবি জানায়। বিতর্কিত লোকদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে তারা জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুলকে দোষারোপ করেন। এক পর্যায়ে শনিবার যুবদলের পুরাতন কমিটির বিদ্রোহীরা জেলা বিএনপির অফিস দখল করে নিয়ে তালা লাগিয়ে দেয়। এ খবরে নতুন কমিটির সমর্থকরা তাদের প্রতিরোধ করার জন্য লাঠিসোঠা নিয়ে এগিয়ে আসে। এতে করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ঘটে। পরে পুলিশ এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর থেকেই জেলা বিএনপির অফিসের আশেপাশে বিবদমান দুই গ্রুপের কর্মীরা অবস্থান নিয়েছে।
Discussion about this post