নজরুল ইসলাম মিন্টু, বগুড়া জেলা প্রতিনিধি : দুপচাঁচিয়ায় প্রবাসীর তালাক প্রাপ্ত স্ত্রীকে জবাই করে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে পুলিশ এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে এসেছে। বৃহস্পতিবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের খিদিরপাড়ার ধানের খেত থেকে শাহিদা বিবি(৪৭) নামের ওই স্ত্রীর গলা কাটা লাশ পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার জিয়ানগরের খিদিরপাড়ার প্রবাসী আবুল কালামের স্ত্রী শাহিদা বিবির লাশ ঘটনার দিন দুপুরে গ্রামের পাশে হাপনাগাড়ীর ধানের খেতে গ্রামবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত শাহিদা বিবির সাথে আবুল কালামের ১৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাঁদের ঘরে কোনো সন্তান সন্ততি ছিল না। আবুল কালাম আট বছর আগে দেশের বাহিরে যান। প্রবাসে থাকা অবস্থায় শাহিদা বিবি তাঁর স্বামীর বাড়িতে থাকতেন। সেই সময় আবুল কালাম তাঁর স্ত্রীকে তালাক দেয়। শাহিদা বিবি ওই তালাক ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে নারী নির্যাতনের মামলা করেন। মামলায় শাহিদা বিবি তাঁর পক্ষে রায় পেলেও আবুল কালামের পরিবার তা মেনে না নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এর পর থেকে শাহিদা বিবি তার বাবার বাড়িতে না থেকে গ্রামের বিভিন্ন বাড়িতে অবস্থান করে তাদের ছেলেমেয়েদের কোরআন শিক্ষা দিয়ে তার জীবিকা চালাতো। পুলিশ ঘটনার দিন দুপুরে লাশ উদ্ধার করে আবুল কালামের ছোট ভাই আবু সাইদ (৩০)কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। দুপচাঁচিয়া থানার এসআই আব্দুল আলিম বলেন, এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। তবে আবুল কালামের ছোট ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে এবং লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post