নজরুল ইসলাম মিন্টু, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ায় মাদক মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিল পাচারের জন্য শারীরিক প্রতিবন্ধী ও বৃদ্ধদের ব্যবহার করছে। আইন শৃংখলা বাহিনীর দৃষ্টিকে ফাঁিক দেয়ার জন্য তারা এই নয়া কৌশল প্রয়োগ করছে। আর এ বিষয়টি ধরা পড়ে মঙ্গলবার র্যাবের এক অভিযানে। ‘বডি ফিটিং’ পদ্ধতিতে ফেন্সিডিল বহনের সময় র্যাবের ওই অভিযানে ইদ্রিস আলী (৬০) নামের এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ আটক হয়। তার নিকট পাওয়া যায় ৩৯ বোতল ফেন্সিডিল। সংশ্লিষ্ট সুত্র জানায়, সীমান্তের ওপার থেকে মাদক আসার পর তা পাচার ও ব্যবসার অন্যতম পয়েন্ট হিসাবে মাদক ব্যবসায়ীরা বগুড়াকে ব্যবহার করছে। আর এসব মাদক ব্যবসায়ী আইন শৃংখলা বাহিনীর দৃষ্টিকে ফাঁকি দেয়ার জন্য নিত্য নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে। র্যাব-১২ বগুড়া ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মহাস্থান বাজারের নিকট ক্রাচে ভর করা চলা বৃদ্ধ পঙ্গু ইদ্রিসকে আটক করা হয়। র্যাব সদস্যরা প্রথমে বৃদ্ধকে সন্দেহ করতে ইতস্ত করছিল। আটককের পর তল্লাশি করে তারা বৃদ্ধ ও পঙ্গু এই ব্যক্তির কাছে ফেন্সিডিল পেয়ে বিষ্মিত হয়। বৃদ্ধের শরীরে জড়ানো ফেন্সিডিল বহনের জন্য বিশেষভাবে তৈরী ব্যাগে ফেন্সিডিল গুলো পাওয়া যায়। এভাবে শরীরে জড়ানো বিশেষ ব্যাগে ফেন্সিডিল বহন ‘বডি ফিটিং’ পদ্ধতি হিসাবে পরিচিত। আটক ইদ্রিস আলী জানায়, মহাস্থান এলাকার আলম নামে এক মাদক ব্যবসায়ী প্রতি বার হিলি থেকে মাদক বহনের জন্য তাকে ১ হাজার টাকা দিতো। সে বেশ কিছুদিন ধরে এভাবে ফেন্সিডিল বহন ও পাচার করছে।
Discussion about this post