বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা হাইস্কুলে একজন প্রেমঘটিত বিরোধের কারণে দু‘দল ছাত্রের মাঝে মারপিটের ঘটনায় ১০ম শ্রেনীর ছাত্র আসিফ রহমান (১৪) গুরুত্বর আহত হয়ে বগুড়ায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহত ১
জানা গেছে, উক্ত বিদ্যালয়ের দশম শ্রেনীর একজন ছাত্রীতে ভালবাসে একই শ্রেনীর একছাত্র রোকন। কিন্তু ইতিপূর্বে ওই ছাত্রীকে ভালবাসার জন্য প্রেম নিবেদন করে ব্যর্থ হয় নবম শ্রেনীর একছাত্র। ফলে রোকনকে গতকাল সকাল সাড়ে ১০টায় অষ্টম ও নবম শ্রেনীর ছাত্ররা স্কুলের মাঝখানে বাথররুমে ডেকে নিয়ে ব্যাপক মারপিট করে। তখন রোকনের একবন্ধুৃ একই শ্রেনীর আসিফ রোকনকে বাঁচানোর চেষ্টা করে। ফলে রোকনের বন্ধু আসিফকে লোহার রড আর লাঠি দিয়ে ব্যাপক মারপিট করে অজ্ঞান করে ফেলে তারা। এসময় ওই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ এবং ক্লাস শিক্ষক দিলফুৃজার রহমান রিপন বিষয়টি জানলেও গোপন রাখার চেষ্টা করে। এদিকে গুরুত্বর অসুন্থ আসিফকে অজ্ঞান অবস্থায় প্রথমে শেরপুর এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত অসিফ ছোনকা চন্ডিপুর(নতুন) কলেজপাড়া এলাকার রাজমিন্ত্রীমোকাদ্দেছ আলীর পুত্র বলে জানা গেছে।
Discussion about this post