Home / দেশ / বগুড়ায় সেফটি ট্যাংকির ভেতর থেকে অজ্ঞাত যুবতির লাশ উদ্ধার

বগুড়ায় সেফটি ট্যাংকির ভেতর থেকে অজ্ঞাত যুবতির লাশ উদ্ধার

নজরুল ইসলাম মিন্টু বগুড়া জেলা প্রতিনিধি: শনিবার বগুড়া শাজাহানপুরের দরিকুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সেফটি ট্যাংকির ভেতর থেকে অজ্ঞাত (২৮) যুবতির লাশ উদ্ধার হয়েছে। দুপুড় পৌনে ৩টার দিকে শাজাহানপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনা ওই স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃস্টি হয়েছে। নিহতের কারণ কিছু জানাতে পারেণি পুলিশ।
সরোজমিনে জানা যায়, ওই ট্যাংকির ভেতর থেকে উৎকট গন্ধ ছাড়াতে থাকে এবং মাছি দেখা দেয়। কৌতুহল বশত শিক্ষার্থীরা এবং স্থানীয়রা সেখানে গিয়ে সিমেন্টের ঢাকনা সরায় এবং ভেতরে মানুষ মরে থাকা দেখতে পায়। ঘটনাটি জানাজানি হলে কিছুক্ষনের মধ্যে আশে পাশের গ্রামের হাজারো নারী পুরুষ সেখানে জমা হয়। দুপুর পৌনে ৩টার দিকে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে এবং যুবতী বলে সনাক্ত করে। শাজাহানপুর থানার উপপরিদর্শক(তদন্ত) আতিয়ার রহমান জানান, তদন্ত করে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।

About

আরও পড়ুন...

চট্টগ্রামে ক্যাব’র উদ্যোগে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ক্যাব’র উদ্যোগে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। ভোক্তাদের মাঝে শিক্ষা ও …

error: Content is protected !!