কুয়েত প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখা। ১৭ মার্চ শুক্রবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে আলোচনা সভা, দোয়া মুনাজাত ও কেক কাটার মধ্যদিয়ে দিনটিকে পালন করে আওয়ামী লীগ কুয়েত শাখার নেতৃবৃন্দ। মোহাম্মদ শাহনেওয়াজ নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা ফয়েজ কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধু আদর্শের সকলকে ঐক্য থাকতে হবে, না হলে স্বাধীন বাংলার বিরোধীরা সুযোগ সন্ধানের খুজেঁ, মুজিব সেনাদের মাঝে ভিভাজন সৃষ্টি করতে আপ্রাণ চেষ্টা করছে। এর থেকে সবাইকে সজাগ থাকার আহবান করেন। তিনি আরো বলেন নব্য ঐ সুযোগ সন্ধানীরা জাতীর পিতার মুজিব কোটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। এসব স্বাধীনতা বিরোদীদের হাত থেকে দেশকে বাঁচিয়ে রাখতে সকলকে নিজ দলের মধ্যে বিভক্ত সৃস্টি না করে ঐক্য হয়ে দেশ উন্নয়নে এগিয়ে আসার আহবান করনে। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কুয়েত এর সভাপতি শেখ আকরামুজ্জমান, বীর মুক্তিযোদ্ধা আহমেদুর রহমান মাসুম, আব্দুর রব মাওলা, আবদুল মালেক, মুরাদ চৌধুরী, আবদুল আহাদসহ কুয়েত আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধু রুহের মাগফেরাত,জননেত্রী শেখ হাছিনার দীর্ঘায়ু কামনাসহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। শেষে কেক কেটে ও অপ্যায়নের মধ্যদিয়ে সভার সমাপ্তি হয়।
আরও পড়ুন...
কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে T-10 ক্রিকেট টুর্নামেন্ট
কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে T-10 ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত …