Home / কুয়েত / বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালন করেছে কুয়েতে মহানগর আ.লীগ

বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালন করেছে কুয়েতে মহানগর আ.লীগ

এ এস রিপন :: এহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত মহানগর শাখা। বৃহস্পতিবার ১৬ই র্মাচ স্থানীয় সময় রাত ৯ টায় কুয়েত সিটির রাজধানী হোটেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুয়েত মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে , সাধারণ সম্পাদক শিপন বাবু ও সিনিয়ন যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন ইমনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরমুক্তি যোদ্ধা কুয়েত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রকৌশলী খন্দকার আব্দুল হান্নান বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন কুয়েত আওয়ামী লীগ নেতা কাজী সামসুল আলম, আশ্রাফ আলী ফেরদৌস, নজরুল ইসলাম, মোঃ বাহার উদ্দিন বাহার, গিয়াস উদ্দিন, শেখ জয়নাল আবেদীন জুয়েল, টিটু হাবিব, মোশারফ আনোয়ার, কালাম খাঁন, সৈয়দ শহিদ, নয়ন মোল্লা, শাহ আলম ভুট্টু ও সাংবাদিক মোহাম্মদ এয়াকুব সহ প্রমুখ, এছাড়াও কুয়েতে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বাঙ্গালী জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এ দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রন্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। জাতির জনক কে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী ঘাতকদের হাতে স্বপরিবারে প্রাণ দিতে হয়েছিল। এ দিনটি সন্মরণে পুরো বাঙ্গালী জাতি ও সমগ্র দেশ মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করছে।

About admin

আরও পড়ুন...

কুয়েতে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন শেখ সাবাহ আল খালেদ আল হামেদ আল সাবাহ

কুয়েতে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ সাবাহ আল খালেদ আল হামেদ আল সাবাহ কে দায়িত্ব দেয়া …