শেখ এহছানুল হক খোকন- কুয়েত ব্যুরো-গত ৩ জানুয়ারী বাংলাদেশ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অনুমোদন প্রাপ্ত কেন্দ্রীয় কমিটির কুয়েত’র সম্মেলন ও সুধী সমাবেশ করা হয়। উক্ত সংবাদ সম্মেলন ও সুধী সমাবেশে নবগঠিত কমিটি বঙ্গবন্ধু পরিষদ কুয়েতের সভাপতি শেখ আকরামুজ্জামান এবং সাধারন সম্পাদক মঈন উদ্দিন মঈন, উপদেষ্টা ৭ জন, পৃষ্ঠপোষক ৩ জন সহ মোট ৬১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ কেন্দ্রীয় কমিটি থেকে অনুমদিত হয়। নবগঠিত কমিটির নাম ঘোষনা করেন সাবেক ছাত্রনেতা – নবগঠিত কমিটি বঙ্গবন্ধু পরিষদ কুয়েতে’র উপদেষ্টা ফয়েজ কামাল এবং মানবাধিকার সাংবাদিক গ্রুপের সভাপতি – নবগঠিত কমিটি বঙ্গবন্ধু পরিষদ কুয়েতে’র উপদেষ্টা মোঃ ইয়াকুব মঞ্চে উপস্থিত ছিলেন। অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন- কুয়েত আওয়ামীলিগ তিন গ্রুপের নেতৃবৃন্দ, জাতীয় পাটি, আওয়ামীলিগর অঙ্গ সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকন্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা সে সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন বঙ্গবন্ধু পরিষদ দেশে বিদেশে বাংলাদেশ তথা মহান মুক্তিযুদ্ধ, মহান ভাষা আন্দোলন সহ বর্তমান বাংলাদেশের বিভিন্ন বিষয় তুলেধরার পাশাপাশি দেশ ও জাতির কল্যানার্থে প্রধানমন্ত্রি ও জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার কথা ব্যক্ত করেন এবং কুয়েতে অবস্থানরত সকল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান
Discussion about this post