যথাযোগ্য মর্যাদায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসে উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৄহস্পতিবার (১৭ই মার্চ) সকালে কুয়েত এর বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এর সভাপতিত্বে ও জিহন ইসলাম এর এর সঞ্চালনায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়।
আয়োজনের মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও মোনাজাত, বাণীসমূহ পাঠ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দুতাবাসের কর্মকর্তারা ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও বাংলাদেশি সংবাদকর্মী সহ কুয়েত বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সবশেষে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫এর ১৫ই আগষ্টের সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Discussion about this post