Home / বিশ্ব / বজ্রাঘাতে টালমাটাল বিশ্ব বাণিজ্য সংস্থা!

বজ্রাঘাতে টালমাটাল বিশ্ব বাণিজ্য সংস্থা!

বিশ্ব বাণিজ্য সংস্থার ওপর বজ্রাঘাত। একবার দুবার নয়, একের পর এক বেশ কয়েকবার। আকাশে ক্যামেরা পেতে বসেই ছিলেন ফটোগ্রাফার গ্যারি হার্শর্ন। তার ক্যামেরায় ধরা পড়েছে বিদ্যুতের ঝলকানি আঘাত হানছে নিউইয়র্ক সিটির এই ১০০ তলার আকাশচুম্বি ভবনের উপরের টাওয়ারে।

অনেক ফটোগ্রাফার, ভিডিওগ্রাফারই ছবি নিচ্ছিলেন কিন্তু ওয়েস্টার্ন হেমিসফেয়ারের এই সবচেয়ে উঁচু ভবনের চূড়ার এমন নাস্তানাবুদ দশা সবচেয়ে নিখুঁতভাবে ধরা পড়ে গ্যারি হার্শর্নের ক্যামেরায়। টাইম ম্যাগাজিনকে সেকথাই বলছিলেন গ্যারি, জীবনের প্রায় অর্ধেকটা সময় নিউইয়র্কের আকাশসীমায় ছবি তুলে কাটিয়েছি। কিন্তু আজ মনে হয়েছে বছরের পর বছর ধরে এমন একটি বজ্রপাতে ঝলকানো সন্ধ্যার ছবি তোলারই অপেক্ষা করছিলাম।

About

আরও পড়ুন...

যাঁরা ভ্যাকসিন গ্রহণ করেননি তাঁরা কুয়েতে প্রবেশ করতে পারবেন না

করোনা মহামারীর প্রাদুর্ভাব ঠেকাতে কঠোর অবস্থানে কুয়েত সরকার । দেশটিতে অবস্থানরত সকল জনগণের সুরক্ষায় যুগোপযোগী …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ