কুয়েত সিটির রাজধানী হোটেলে ২৬ ডিসেম্বর বৃহঃস্পতিবার মহান বিজয় দিবস ও বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েত এর অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনের নেতৃবৃন্দ। বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ এর সভাপতি শাহজাহান হাওলাদার এর সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেন ও নাছের হাওলাদার এর সঞ্চালনায় প্রধান অতিথি বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার দিবাকর দেওয়ানজী উপস্থিত ছিলেন। সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে বক্তব্য দেন লতিফ, সাত্তার, শাহআলম, ওমর আলী, নাজিম, সেন্টু, রিয়াজ সহ আরো অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক ও সাংবাদিক সংগঠনের নের্তৃবৃন্দ সহ অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন। প্রবাসীদের সমস্যায় সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বাস দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
Discussion about this post