কুয়েতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জে.এস.ডি) সমর্থক ফোরাম আয়োজিত জাসদ কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু ছায়েদ কুয়েত আগমনে সম্বর্ধনা অনুষ্ঠানে এই বক্তব্য ব্যক্ত করেন। জে.এস.ডি সমর্থক ফোরাম কুয়েত এর সভাপতি মোঃ সাহাব উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আলী জিন্নাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক আলহাজ্ব মোঃ হোসেন, বিশিষ্ঠ সংগঠক ফয়েজ কামাল, এল.ডি.পি কুয়েত শাখার সভাপতি জাফর আহমদ চৌধুরী, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আকতারুজ্জামান, নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন। অনুষ্ঠানে জে.এস.ডি সমর্থক ফোরাম কুয়েত এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক,সাংবাদিক সহ অসংখ্য প্রবাসী সূধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে সংগঠনের পক্ষথেকে নেতৃবৃন্দরা বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু ছায়েদ কে একটি সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
জে.এস.ডি এই নেতা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের চারবার নির্বাচিত চেয়ারম্যান এবং নোয়াখালী জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি ছিলেন।
একুশে টিভিতে প্রচারিত প্রবাসে সংবাদের ধারণকৃত সংবাদ রিপোর্ট কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমনwatch?feature=player_detailpage&v=fTAbw8lK-uI
Discussion about this post