রিচার্ড পাইবাসের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না পেয়ে মিক নিউয়েলের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংলিশ কাউন্টি দল নটিংহ্যামশায়ারের ক্রিকেট পরিচালক নিউয়েল ক্রিকইনফোকে জানিয়েছেন বিসিবির সঙ্গে তার আলোচনা চলছে। পাকিস্তানের সাবেক কোচ পাইবাস প্রথম পছন্দ বিসিবির। দক্ষিণ আফ্রিকায় বসতি গড়া ইংলিশ কোচের সঙ্গে আলোচনায় অনেকটা এগিয়েছিলো। আটকে আছে বেতনসহ বেশ কিছু সুযোগ সুবিধা নিয়ে। এই ফাঁকে বিসিবি তাদের দ্বিতীয় পছন্দ নিউয়েলের প্রতি আগ্রহ দেখায়। পাইবাস এবং নিওয়েল একই এজেন্টের কোচ। বাংলাদেশ কোচ হতে আগ্রহী নিউয়েল বলেছেন,‘আমার ইচ্ছে আছে আন্তর্জাতিক দলের কোচ হওয়ার। এই সুযোগ সব সময় আসে না। একটি এজেন্টের সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আরও অনেক জেনে নিতে হবে। আর বিসিবির সঙ্গে আমার এখনও যোগাযোগ হয়নি। ইংলিশ এই কোচ নটিংহামশায়ারে দারুণ আছেন। কাবের সঙ্গে বন্ধন ছিন্ন করতে তার কষ্ট হবে বলেও জানিয়েছেন। স্টুয়ার্ট ল’কে বেছে নেওয়ার সময়ও আলোচায় ছিলোন নিউয়েল। কথাবার্তা অনেকটাই এগিয়েছিলো। শেষপর্যন্ত ল কোচ হতে রাজি হওয়ায় নিউয়েলের ভাগ্য খোলেনি। এবার ভাগ্যের শিকে ছিড়তে পারে। তার অন্যতম কারণ হলো পাইবাসকে যে প্রস্তাব দেওয়া হয়েছে বিসিবি থেকে তাতে শেষপর্যন্ত বাংলাদেশের চাকরিটা তার না নেওয়ার সম্ভাবনাই বেশি। নিউয়েলকে কোচ করার বিষয়ে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন,‘এই মুহূর্তে বলা খুব কঠিন। আজকে পর্যন্ত অনিশ্চয়তার মধ্যেই ছিলো। কোন একজনের নাম বলা কঠিন। যে পর্যায়ে অগ্রগতি হয়েছে তাতে এক সপ্তাহ লেগে যাবে। এই মাসের শেষ দিকে গিয়ে নিশ্চিত হবে।’
Discussion about this post