Home / কুয়েত / বাংলাদেশের সঙ্গে মিল রেখে কুয়েতে সমাপনী পরীক্ষা

বাংলাদেশের সঙ্গে মিল রেখে কুয়েতে সমাপনী পরীক্ষা

pscবাংলাদেশের সাথে মিল রেখে রবিবার সকালে কুয়েতে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা। এবার কুয়েত থেকে ১৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন এ পরীক্ষায়। বাংলাদেশের সঙ্গে সময় ও প্রশ্নপত্র মিল রেখে ১৮ নভেম্বর কুয়েতে শুরু হওয়া পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, কুয়েতে কোন বাংলাদেশি শিক্ষা-প্রতিষ্ঠান নেই। কিন্তু কিছু সংখ্যক বাংলাদেশি অভিভাবক নিজ দায়িত্বে তাদের সন্তানদের বাড়িতেই বাংলা ভাষায় পড়াশোনা করিয়েছেন। তাদের জন্য বাংলাদেশ দূতাবাস প্রতি বছরের মতো এবারও এ পরীক্ষার ব্যবস্থা করেছে। দূতাবাসের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এ পরীক্ষা দিচ্ছে। বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, শিক্ষা বোর্ডের সব নিয়ম মেনে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

About admin

আরও পড়ুন...

কুয়েতে ফেনী স্পোর্টিং ক্লাবের অভিষেক ও পরিচিতি সভা

কুয়েতে জিলিব আল সুয়েখের একটি হোটেল শুক্রবার রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচিত সভা …

error: Content is protected !!