কুয়েত এর সিটি টাওয়ার হোটেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তর চট্টগ্রাম কুয়েত। সংগঠনের সভাপতি মনির হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং মনসুর ও টিপু চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তহিদুল আলম লেয়াকত। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তৌহিদুল আলম শেয়ান,জাহেদুল আলম চৌধুরী, নুরুল আমিন চৌধুরী,নূর উদ্দিন, মুছা চৌধুরী,মোরশেদ , মাহাবুবুল আলম, সহ অনেকে সভায় জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা মহান মার্চ মাস ও স্বাধীনতা দিবসের তাৎপর্য সহ বিভিন্ন পেক্ষাপট তুলে বক্তব্য দেন।৭১এর মহান ভীড় সেনানিদের স্বরন রেখে স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামিলীগ তথা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকল চট্টগ্রাম আওয়ামীলীগ সমর্থকদের কাজ করার আহবান জানান।
সংগঠনের পক্ষ হতে সদস্য আজিমুল ইসলামকে বিশেষ অবদানে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সবশেষে দেশ ও জাতির কল্যানে দোয়া মোনাজাতের পর নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
Discussion about this post