হাকিকুল ইসলাম খোকন, বাপস নিউজ, এনওয়াই বিডি.কম নিউজ: যুক্তরাষ্ট্রে বসবাসরত অংকন চিত্র , কারু শিল্পীদের নিয়ে গঠিত “ বাংলাদেশ আমেরিকান আর্টিষ্ট ফোরাম-এর ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে গত ১২ আগস্ট রবিবার সন্ধ্যা ৭টায় নিউইর্য়কের কুইন্সের উডসাইডে। সংগঠনের সভাপতি প্রকৌশলী ইকবাল হোসেন –এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পার্টিতে অতিথিতি ছিলেন বাপসনিউজ এডিটর ও বোস্টন বাংলা ডট কেমর প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, ইফতারের পূর্বে সংগঠনের সাংগঠনিক বিষয়ের উপর বিস্তারিত আলোকপাত করা হয় । এ বছর নিউইর্য়কের একটি শিল্পীদের প্রর্দশনী করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। খবর বাপসনিউজ। সংগঠনের বিস্তারতি কর্মসূচী নিয়ে আরোকপাত করেন মনসুর আহমদ
তাজুল ইসলাম, তানভির সারোয়ার , রানী, আসিফ, নুরজাহান খান মিতা, সোমা, কচি, প্রমুখ। ইফতার পার্টিতে কৌতুক পরিবেশন করেন সঙ্গীত শিল্পী তাজুল ইসলাম । ভোররাত ৩টা পযর্ ন্ত কৌতুক পরিবেশেন করে সবাইকে আনন্দ দেন । নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপিআত ঘটে ।
Discussion about this post