
বাংলাদেশ কমিউনিটি কুয়েত একটি অরাজনৈতিক, মানবিক ও সামাজিক সংগঠন। প্রবাসে অসহায় বাংলাদেশীদের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। প্রবাসী সমাজের উন্নয়ন এবং বাংলাদেশীদের মধ্যে ঐক্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে সম্প্রতি তারা আয়োজন করে এক বিশেষ মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার রাতে খাইতানস্থ রাজধানী প্যালেস হোটেলের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনের সঞ্চালনা করেন কুরবান আলী, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর চেয়ারম্যান প্রকৌশলী আবদুল কুদ্দুস মল্লিক, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আতাহার আলী, সিনিয়র সিটিজেন প্রকৌশলী এমআই আলম, প্রকৌশলী আবদুস সালাম, প্রকৌশলী মো. মিজানুর রহমান, প্রকৌশলী হুমায়ুন সোলেমান কবির, প্রকৌশলী মো. নজরুল ইসলাম, প্রকৌশলী মোঃ জুলফিকার আলী খান, ক্যাপ্টেন আফতাব আহমেদ, ফার্মাসিউটিকাল ল্যাব এক্সপার্ট মোহাম্মদ সালেহ উজ্জামান, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক সাংবাদিক আ হ জুবেদ, রেমিট্যান্স যোদ্ধা সোসাইটির সভাপতি আ.ক.ম আজাদ, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মোরশেদ আলম ভুঁইয়া, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির বাবু, সোহেল রানা সহ কুয়েত প্রবাসী অসংখ্য বাংলাদেশী প্রকৌশলী, সাংবাদিক, সংগঠক ও তাদের পরিবারবর্গ। প্রধান আলোচনায় প্রকৌশলীরা বলেন, প্রবাসে অদক্ষ শ্রমিকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সময়ের দাবি। তারা এই লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তারা বাংলাদেশ কমিউনিটি কুয়েতকে একটি নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের আহ্বান জানান, যেখানে সাধারণ শ্রমিকদের পাশাপাশি নতুন প্রজন্মকেও প্রযুক্তি, নিরাপত্তা ও ভাষা শিক্ষায় দক্ষ করে তোলা হবে। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন প্রবাসীরা। উপস্থিত অতিথিরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ কমিউনিটি কুয়েতের এ ধরনের উদ্যোগকে আরও বেগবান করার আহ্বান জানান। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসে যারা বিভিন্ন পেশায় কাজ করছেন, তাদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তোলাই তাদের লক্ষ ৷ এই সংগঠনপর মাধ্যমে প্রবাসীদের পাশে ছিলো, আছে এবং থাকবে বলে জানান।
Discussion about this post