আল আমিন রানা- কুয়েত প্রতিনিধি: সাভার রানা প্লাজা ট্রাজেডিতে মৃতদের আত্মার মাগফেরাত ও জীবিতদের সুস্থতা কামনায় বাংলাদেশ-কুয়েত জনশক্তি কর্মসংস্থান ব্যবসায়ী সমিতির উদ্যোগে কুয়েত সিটির একটি হোটেলে দোয়া মাহ্ফিলের আয়োজন করেন। পবিত্র কুরআন তেলোয়াতের মধ্যে দিয়ে ইকবাল হোসেন’র সঞ্চালনায় সংগঠনের আহ্বায়ক আব্দুল কাদের মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সাবেক সভাপতি জালাল আহম্মেদ চুন্নু মোল্লা। মঞ্চে বিশেষ অতিথি’র আসন গ্রহণ করেন- সংগঠনের প্রাক্তন সভাপতি শাহ জামাল খন্দকার, আহ্বায়ক কমিটির সদস্য মনির হোসেন,মুকবুল হোসেন,করিম, আনোয়ার স্বপন, সাবেক সহ সভাপতি আব্দুল লতিফ, আব্দুল আউয়াল, , মুকবল আহম্মেদ। সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সাইদ চৌধুরী, সালাউদ্দিন, বুলবুল, মিজানুর রহমান, ফিরোজ, আমিন, তোফাজ্জল, শাহ আলম, সিদ্দিকুর রহমান, মুজিবুর রহমান, মোহাম্মদ সামছেল, লালন রনি, পান্না মিয়া, মোঃ আলী, রুবেল, সাইদ এলিন, তাজু প্রমুখ।
উক্ত দোয়া মাহফিলে সভাপতির শুভেচ্ছা বক্তব্যে বলেন- সাভার রানা প্লাজা ট্রাজেডিটিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তাদের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই সেই সাথে সাভার ট্রাজেডি অমানবিক হত্যাকান্ড ঘটেছে এই ধরনের অপকর্ম যারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে। অনুষ্ঠানে কুয়েত’র সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও বাংলাদেশ কুরআন প্রশিক্ষনসহ কুয়েত’র বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মাওলানা আবু বক্কর সিদ্দীক’র বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post