মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) কর্তৃক আয়োজিত ২ (দুই) দিনব্যাপী বার্ষিক গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালা গত সোমবার ০২ মার্চ সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড. ওয়ায়েস কবীর। অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন ডীন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ আবদুস সামাদ খান। বাউরেস পরিচালক প্রফেসর ড. মোঃ মোহসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাউরেস সহযোগী পরিচালক প্রফেসর ড. মাহফুজা বেগম। বক্তারা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান। প্রধান অতিথির ভাষনে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল হক,বলেন খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞানীদের ভূমিকা অনস্বীকার্য। এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব উপলব্ধি করেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি ও কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দান করে ছিলেন। তিনি বলেন জাতীয় উৎপাদনশীলতায় বাকৃবির অবস্থান অনন্য । বাংলাদেশের উন্নয়নের সিংহ ভাগ সম্পন্ন হয়েছে কৃষিতে যার একক দাবীদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় । ড. রফিকুল হক আরো বলেন, ইট ভাটা, অপরিকল্পিত শিল্পায়নের নামে দিন দিন আমাদের কৃষি জমি কমে যাচ্ছে তাই কৃষি জমি রক্ষা করতে আমাদের কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে । বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড. ওয়ায়েস কবীর বলেন এখন পর্যন্ত জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদানই সবচেয়ে বেশী। তাই এ খাতের অগ্রগতির জন্য কৃষি গবেষণাকে উচ্চ শিক্ষার সাথে সম্পৃক্ত করতে হবে ।তিনি বলেন বাংলাদেশের কৃষির উন্নয়নে মিডিয়া অনন্য ভূমিকা রেখেছে । তিনি আরও বলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এদেশের কৃষি শিক্ষা ও গবেষণার সর্ববৃহৎ স্থান হিসেবে বাকৃবির গবেষকদের গবেষণার মাধ্যমে খড়া, লবন ও ঠান্ডা সহনশীল জাত উদ্ভাবন করে মোট কৃষি উৎপাদন বাড়াতে হবে এবং আমাদের সকলকে টেকশই কৃষি গবেষণা নিশ্চিত করতে হবে । বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ১১টি কারিগরি সেশনে বিভক্ত দু’ দিনব্যাপী সম্মেলনে মোট ১৫২ টি প্রকল্পের ফলাফল উপস্থাপিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অনুষদীয় ডীন, শিক্ষক, গবেষক, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার বিজ্ঞানী ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রিশালে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
ত্রিশালে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১২ উপলক্ষে শুকতারা বিদ্যানিকেতন ও জয়নাল আবেদীন ইন্টারন্যাশনাল স্কুলের অংশ গ্রহনে দুর্নীতির পক্ষে বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কে দুর্নীতির পক্ষে অবস্থান নেয় শুকতারা বিদ্যানিকেতন ও বিপক্ষে যুক্তি থেকে উথ্থাপন করেন জয়নাল আবেদীন ইন্টারন্যাশনাল স্কুল, পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ত্রিশাল ১ম শ্রেণী পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার (পিপিএম),ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার শাহজাহান কবীর, আলী আকবর ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের, শুকতারা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল প্রমূখ। অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ। আলোচনা শেষে উভয় পক্ষের পক্ষে বিপক্ষের যুক্তি শোনে প্রতিটি পয়েন্ট হিসাব নিকাশ করে নিরপেক্ষতায় বিচারক মন্ডলীদের রায়ে অনুষ্ঠানের প্রধান অতিথি শুকতারা বিদ্যানিকেতনকে বিজয়ী ঘোষনা করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে পরাজিতদেরকে আগামীতে ভাল করার আহবান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সাধারন সম্পাদক এস এম আলমগীর কবীর।
বর্তমান সরাকর স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে বদ্ধ পরিকর- নান্দাইলে ন্বান্থ্য বিভাগীয় মত বিনিময় সভায় এমপি আব্দুস সালাম
স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ময়মনসিংহ-৯ নান্দাইল হতে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম বলেন স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে জসনেত্রী শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর। তিনি প্রতিটি ওয়ার্ডে জনগণের সেবায় নির্মিত কমিউনিটি ক্লিনিকগুলো বিগত চারদলীয় জোট সরকারের আমলে বন্ধ করার সমালোচনা করে তিনি বলেন, চিকিৎসা সেবা নিয়ে দলীয় রাজনীতিন সংকীর্ণতা পরিহার করা প্রয়োজন। তিনি নান্দাইল উপজেলার কর্মরত স্বাস্থ্য সেবায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের আরো সচেতনতার মাধ্যমে জনগণের পাশে দাড়ানোর আহবান জানান। জাতীয় সংসদ সদস্য গত রবিবার সকাল ১১টায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে স্বাস্থ্য ও পঃ পঃ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের এক মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আবসিক মেডিকেল অফিসার ডাঃ তাজুল ইসলাম খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা, এফপি আই মুক্তিযোদ্ধা কমান্ডার মাযহারুল হক ফকির, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল কাদির, স্বাস্থ্য সহকারী আমিনুল ইসলাম টিপু, নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার আওয়ামীলীগ নেতা এমএ ছিদ্দিক, সাহাব উদ্দিন ভুইয়া, আমিনুল ইসলাম শাহান, রফিকুল ইসলাম রেনূ, মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া, বাহা উদ্দিন ফকির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবুল ও উপজেলা ছাত্র লীগের সভাপতি আবু নাঈম ভুইয়া ফারুক প্রমুখ। সভাটি পরিচালনা করেন ডাঃ পলাশ সাহা ও ডাঃ লুৎফুন্নাহার সাথী। মতবিনিময় নভার পূর্বে জাতীয় সংসদ সদস্য নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নির্মিত তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির কেন্টিন কাম অফিস গৃহের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
Discussion about this post