Home / শীর্ষ সংবাদ / বাংলাদেশ জাতীয়বাদী দল কুয়েত শাখার উদ্যোকে আ স ম হান্নান শাহর মৃত্যুতে শোক সভা ও দোয়া মহাফিল

বাংলাদেশ জাতীয়বাদী দল কুয়েত শাখার উদ্যোকে আ স ম হান্নান শাহর মৃত্যুতে শোক সভা ও দোয়া মহাফিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহর মৃত্যুতে কুয়েত জাতীয়বাদী দল বিএনপির উদ্যোগে এক শোক সভা ও দোয়া মহাফিলের আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কুয়েত শাখা বিএনপির সভাপতি প্রকৌশলী মো: আশরাফ উদ্দীন,সভার সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক আবুল হাসেম এনাম,বক্তব্য রাখেন সহ সভাপতিদের মধ্যে শোয়েব আহমেদ, নাসের মর্তুজা, নরুল ইসলাম মাস্টার, আল-আমিন চৌধুরী স্বপন, মইন উদ্দীন মইন, মাওলানা আব্দুর রব, যুগ্ম সম্পাদকদের মধ্যে,আকতারুজ্জামান আক্তার। উক্ত সভায় কুয়েত শাখা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মরহুম হান্নান শাহর রুহের মাগফেরাত কামনা এবং তাঁর পরিবারের প্রতি-সমবেদনা জানান। দোয়া মহাফিল পরিচালনা করেন মাওলানা নূরুল নবী।

রিপোর্ট: শেখ এহছানুল হক খোকন

About

আরও পড়ুন...

কুয়েতে স্থানীয়দের পাশাপাশি প্রবাসীদের বিনামূল্যে টিকা প্রদান

কুয়েতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশ,ভারত,মিশর সহ বিভিন্ন প্রবাসীদের বিনামূল্যে  টিকা প্রদান করা হচ্ছে।মিশরেফ ছাড়াও বিভিন্ন অঞ্চলে্একাধিক …

error: Content is protected !!