বিশ্বের অনত্যম ধনী দেশ কুয়েত, দেশটির বিভিন্ন পণ্যের চাহিদা মেটাতে অধিকাংই নির্ভর করতে হয় অন্যদেশের উপর। বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানী সহ বিভিন্ন ব্যবসায় অন্যদের পাশাপাশি এগিয়ে আছেন প্রবাসী বাংলাদেশীরা। বাংলাদেশী পণ্য কুয়েতে আমদানি করার পাশাপাশি তাদের অনেকে চীন, ফিলিপাইন, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, শ্রীলংকা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানান ধরনের পণ্য আমদানী করে থাকেন। আবার তাদের অনেকে স্থানীয় মার্কেটেও গড়ে তুলেছেন নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান। কুয়েতের নাগরিকদের সাথে পার্টনারে লাইসেন্স নিয়ে ব্যবসা করে দুর্বার গতিতে এগিয়ে চলছেন তারা। ২০১৬ সালে বাংলাদেশ দূতাবাসের অনুমোদন নিয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল, বিবিসি কুয়েত নামে একটি ব্যবসায়ী সংগঠন গঠন করা হয়েছিল। বিভিন্ন কারণে সংগঠনের কার্যক্রম নিস্ক্রিয় ছিল। ৯ মার্চ শনিবার রাতে জাফর আহমেদ এর সঞ্চালনায় সালমিয়ায় ভোজন বাড়ী রেষ্টুেরেন্টে প্রায় দুই শতাধিক ব্যবসায়ীর উপস্থিতিতে জুরি বোর্ডের সদস্য সোয়েব আহমেদ, বদু ফিরোজ, আবদুল কাদের মোল্লা, ফরিদ উদ্দিন আহমেদ, বেলায়েত হোসেন, মানিক মোল্লা, মোঃ বেলাল, শফিকুল ইসলাম সহ ১১ সদস্য জুরি বোর্ডের মাধ্যমে সবার সম্মতিক্রমে জুরি বোর্ডের প্রধান বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী সংগঠনের সভাপতি পদে বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান মুকাই আলী এবং সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এমদুল ইসলাম এর নাম ঘোষণা করেন। এবং তাদেরকে পূর্নাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। কুয়েতের বাজারে বাংলাদেশি পণ্যের সম্প্রসারণ এবং প্রবাসী ব্যবসায়ীদের মান উন্নয়নে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ বিজনেস কাউন্সিল, বিবিসি কুয়েত কাজ করবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
Discussion about this post