মোহাম্মদ জালাল উদ্দিন, কুয়েত।বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক গ্র“প বাংলাদেশ’ একঝাঁক সময়ের হিরন্ময় কলম সৈনিক নিয়ে গঠিত কুয়েতে বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া,পিন্ট মিডিয়ার কুয়েত প্রতিনিধিদের সমন্বয়ে স্বচ্ছ ও বস্তনিষ্ঠ সংবাদ প্রেরনের অঙ্গিকার নিয়ে গঠিত হল বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক গ্রুপ বাংলাদেশ কুয়েত শাখাঁ। এই সংগঠনের সংবাদ কর্মীরা দীর্ঘ দিন থেকে কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ-বিদেশে বিভিন্ন মিডিয়ায় কুয়েতে অবস্থানরত বাংলাদেশীদের সংশ্লিষ্ঠ সকল খবরা খবর প্রেরণ করে থাকে। কুয়েতে বাংলাদেশের মান অক্ষুন রাখতে সকল অপসংসার প্রচারনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ও আগামীতে এধারা অব্যহত রাখার অঙ্গীকার নিয়ে সংগঠনের কার্যকারী কমিটির ঘোষনা দেয়া হয় বাংলাদেশ মানবাধিকার সাংবাধিক গ্রুপ বাংলাদেশ থেকে কুয়েত শাখাঁর। যথা ত্রুমে উপদেষ্টা ইজাজুল হক জুনেল ও মোঃ আকবর হোসেন, সভাপতি মোঃ ইয়াকুব ব্যুরোচীপ আজকের সূর্যোদয় কুয়েত,সাধারন সম্পাদক দেবু মজুমদার আজকের সূর্যোদয় প্রতিনিধি কুয়েত, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমানবিশেষ প্রতিনিধি আজকের সূর্যোদয় কুয়েত,প্রচার সম্পাদক মোঃ জালাল উদ্দিন আরটিভি কুয়েত প্রতিনিধি,সম্মানিত সদ্যস আল আমিন রানা দৈনিক ইয়াদ কুয়েত প্রতিনিধি,ও উসমান গনী মধ্যপ্রাচ্য প্রতিনিধি বাংলার বার্তা কুয়েত।
আগামী ১৯ শে জুলাই ২০১২ রোজ বৃহঃস্পতিবার একুশে টিভিতে কুয়েত সময় রাত এগারটায় দেখুন
প্রবাসে বাংলাদেশ
কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার’র প্রতিবেদনঃ
কুয়েতের বাজারে বাংলাদেশী পণ্যের চাহিদা, বাজার সম্প্রসারনের বিভিন্ন সুযোগ ও সমস্যা
অনুষ্ঠানটি পূর্ণপ্রচার হবে ২৩শে জুলাই ২০১২ সোমবার কুয়েত সময় দুপর ১ টা ৩০ মিনিটে
Discussion about this post