মোহাম্মদ জালাল উদ্দিন কুয়েতঃ:বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি, কুয়েত একটি অরাজনৈতিক সংগঠন। দুস্থ, অসহায়, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এ সংগঠনের প্রধান কাজ। গরীব মেধাবী ছাত্র/ছাত্রী ও বিধবা অবহেলিতদের সাহায্য করা। পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি কুযেত’র উদ্যোগে ১লা আগষ্ট ২০১২ কুয়েতস্থ মালিয়া চাইনা গ্রীল রেষ্টুরেন্টে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আবু বকর মোহাম্মদ আরিফ উল্লাহ’র পবিত্র কুরআন থেকে তেলোয়াত’র মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি কুয়েত’র সভাপতি আব্দুল কাদের মোল্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস’র প্রথম সচিব (শ্রম) কে,এম, আলী রেজা। আল আমিন চৌধুরী স্বপন এবং মইনুল আল ইসলাম’র সঞ্চালনায় অতিথি ছিলেন এ. এস. এম. নজরুল ইসলাম (কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ বিমান এয়ার লাইন্স), প্রকৌশলী আশরাফ উদ্দিন, মোহাম্মদ সাদেক হোসেন, প্রকৌশলী কাজী মঞ্জরুল আলম, হাবিবুর রহমান হাবিব, আব্দুল খালেক চৌধুরী, রফিকুল ইসলাম ভুলু, আলহাজ্ব আব্দুল বারেক, শোয়েব আহমেদ, এম, ফয়সাল আহমেদ সুলতান ফারুক, এ.কে. আজাদ নূর, বাহার আহমেদ বাবুল, জালাল আহমেদ চুন্নু মোল্লা, মাহমুদ আলী, মোহাম্মদ ইসমাইল, আতাউল গনি মামুন, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী প্রমুখ। এছাড়া বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অঙ্গ সংগঠনের নেতৃবন্দ, সামাজিক, সাংস্কৃতিক, কলাকৌশলী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি’র ইফতার ও দোয়া মাহফিলে আগত অতিথিগণ ভূয়াসা প্রশংসা করে বলেন এই সমিতির কার্যক্রম কুয়েত’র মধ্যে সত্যিই প্রশংসার দাবীদার। সামাজিক সংগঠনেরর মধ্যে উপস্থিত ছিলো জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি, ঢাকা সমিতি, কুমিল্লা পরিষদ, শ্যামল সিলেট, চৌদ্দগ্রাম সমিতি, ফরিদপুর সমিতি, বরিশাল সমিতি, মানিকগঞ্জ প্রবাসী সমিতি, নোয়াখালী সমিতি, ম্যানেজারস্ এসোসিয়েশন, বাংলাদেশ কুয়েত জনশক্তি কর্মসংস্থান ব্যবসায়ী সমিতি, মারাফি গ্র“প, এম্বাসিডর গ্র“প, ডায়মন্ড গ্র“প ও বিবা। সাংকৃতিক সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন জাসাস, জিসাস ও জিয়া পরিষদ, মরমী ও বৈশাখী সাংস্কৃতিক গোষ্ঠী, রংধনু শিল্পাঙ্গন গোষ্ঠী, অংকুর সাংস্কৃতিক অঙ্গন, সবুজ বাংলা সাংস্কৃতিক জোট, স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠী, জয়বাংলা সাংস্কৃতিক জোট, বর্ণমালা সাংস্কৃতিক সংসদ, রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক গোষ্ঠী, জাতীয় কবি নজরুল মঞ্চ। প্রবাসী বাংলাদেশীসহ সারাবিশ্ব মুসলিম জাহান’র সকলের জন্য বিশেষ দোয়া এবং ইফতার পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post