Home / দেশ / বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এর কুয়েত সফর

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এর কুয়েত সফর

????????????????????????????????????
কুয়েত থেকেঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এনডিসি, পিএসসি ও ছয় সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল তিন ডিসেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত কুয়েত সফর করেন। সফরকালে তিনি কুয়েত এর মাননীয় উপ-মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী  শেখ খালেদ আল জাররাহ আল সাবাহ এর সাথে সাক্ষাৎ করেন। তিনি কুয়েত সশস্ত্র বাহিনী প্রধান লেঃ জেনারেল মোহাম্মদ খালেদ আল-খদর, পিএসসি, সচিব স্বরাষ্ট্র মন্ত্রনালয় লেঃ জেনারেল সোলায়মান ফাহাদ আল- ফাহাদ এবং সচিব ন্যাশনাল গার্ড লেঃ জেনারেল হাশিম আল- রিফাই, পিএসসি এর সাথেও সাক্ষাৎ করেন। সাক্ষাতে উভয় দেশের সামরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সমূহ নিয়ে মতবিনিময় হয়। এছাড়াও, বাংলাদেশ মিলিটারী কমান্ড সদর দপ্তর পরিদর্শনকালে মাননীয় সেনাপ্রধানের দরবার অনুষ্ঠিত হয় এবং কমান্ডার বিএমসি প্রতিনিধি দলকে বাংলাদেশ মিলিটারী কমান্ডের কার্যক্রম সম্পর্কে অবহিত প্রদান করেন। সফরকারী দল বিএমসি’র বিভিন্ন আভিযানিক শিবির, কুয়েত সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রাশিক্ষন কেন্দ্র, স্থাপনা ও কুয়েতের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

About admin

আরও পড়ুন...

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে

দাতা সংস্থা সিডিডি ও সিবিএমের সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ