জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ২ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে । অনুষ্ঠানমালার প্রথম দিনে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিস্ট চিত্র শিল্পী সাপ্তাহিক মা পত্রিকার সম্পাদক নিজাম ইসলাম । অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি চিত্র শিল্পী আল আমীন শাহীন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি , ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান । স্বাগত বক্তব্য রাখেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোঃ আশিকুল ইসলাম । চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে । এদিকে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের ৭ম বর্র্ষের পদাপর্ণ ও ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে দ্বিতীয় দিনের কর্মসূচীতে আজ ৩১ মার্চ শনিবার সকাল ৯ টায় প্রেসক্লাব প্রাঙ্গন থেকে বনার্ঢ্য র্যালি বের হবে। পরে সুর সম্্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বাংলাভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানমালাকে সফল করতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন বাংলাভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম প্রমুখ।
Discussion about this post