Home / প্রবাস / বাঘ আকৃতির শিশুর জন্ম!

বাঘ আকৃতির শিশুর জন্ম!

তৈয়বুর রহমান টনি নিউ ইর্য়ক- ফেনী থেকে নাজমুল হক শামীম নিউ ইর্য়ক প্রতিনিধিকে জানান গত মঙ্গলবার ফেনী শহরের রামপুর এলাকার শাহিন একডেমী রোডের সওদাগর বাড়ির একটি বস্তিতে মোহাম্মদ মুজিব (২৫) এর স্ত্রী শিশুটি প্রসব করে।

নবজাতক শিশুটি ও তার মাকে চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডকের কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফেনী সদর হাসপাতাল সূত্রে জানা যায়, নবজাতক শিশুটির পুরো শরীরে বাঘের মত ডোরাকাটা দাগ, চোখ বড় বড়।

হাত ও পায়ের আকৃতি অনেকটা বাঘের আকৃতির মতো।

ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা বলেছেন, হরমোন জনিত ত্রুটি ও নির্দিষ্ট সময়ের আগে ভূমিষ্ট হওয়ায় শিশুটির শরীরের এমন আকৃতি হয়েছে।

About

আরও পড়ুন...

কুয়েত গ্রিন ক্রিসেন্ট সোসাইটির আলোচনা ও সংবর্ধনা।

বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটি কুয়েত’র উদ্যোগে আলোচনা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুয়েত সিটির রাজধানী …