Home / বিশ্ব / বাহরাইন চেম্বারের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
অনলাইনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভাটি ছবি সংগৃহীত

বাহরাইন চেম্বারের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভাটি ছবি সংগৃহীত
অনলাইনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভাটি ছবি সংগৃহীত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুহাম্মাদ নজরুল ইসলামের সঙ্গে বাহরাইনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাহরাইন চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, অনলাইনে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে অংশগ্রহণ করেন বাহরাইন চেম্বারের চেয়ারম্যান সামির নাস, সিইও শাকের ইব্রাহিম ও ডেপুটি সিইও আবদুল্লাহ বাদের। অনলাইনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভাটি । আলোচনার শুরুতেই চেয়ারম্যান সামির নাস রাষ্ট্রদূতকে বাহরাইনে স্বাগত জানান এবং বন্ধুপ্রতিম দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করেন। মুহাম্মাদ নজরুল ইসলাম বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস, আইসিটি, গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরে বাহরাইনের বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন। এ ছাড়া রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ১০০টি বিশেষ অর্থনৈতিক জোনে বাহরাইনকে বিনিয়োগের আহ্বান জানান। এ বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে অংশগ্রহণ করেন বাহরাইন চেম্বারের চেয়ারম্যান সামির নাস, সিইও শাকের ইব্রাহিম ও ডেপুটি সিইও আবদুল্লাহ বাদের এ বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে অংশগ্রহণ করেন বাহরাইন চেম্বারের চেয়ারম্যান সামির নাস, সিইও শাকের ইব্রাহিম ও ডেপুটি সিইও আবদুল্লাহ বাদের। বাহরাইন চেম্বারের পক্ষে সামির নাস রাষ্ট্রদূতের সঙ্গে একমত পোষণ করেন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে তিনি ফার্মাসিউটিক্যালস সেক্টরে বাংলাদেশি স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পণ্য বাহরাইনে উৎপাদন করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এ লক্ষ্যে দুই দেশের শীর্ষ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সফর আয়োজন এবং নেতাদের অংশগ্রহণে অচিরেই একটি ওয়েবিনার বা অনলাইন মতবিনিময় সভা আয়োজনে রাষ্ট্রদূতের প্রস্তাবে সামির নাস আন্তরিক আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করার ব্যাপারে দুই পক্ষই সম্মত হয়। রাষ্ট্রদূত এ বৈঠকে বাহরাইন সরকারের করোনাভাইরাস প্রতিরোধে গৃহীত ব্যবস্থাগুলোর প্রশংসা করেন। মহামারি–পরবর্তীকালে বাংলাদেশ থেকে বাহরাইনে দক্ষ জনশক্তি নিয়োগের ব্যাপারেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

About admin

আরও পড়ুন...

স্বাধীনতাবিরোধী অপশক্তির ধ্বংসাত্মক তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে দেশব্যাপী স্বাধীনতাবিরোধী অপশক্তির ধ্বংসাত্মক তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে …

error: Content is protected !!