Home / দেশ / বাড়ি পৌঁছে যাবে কেমিক্যালবিহীন আম

বাড়ি পৌঁছে যাবে কেমিক্যালবিহীন আম

ঢাকা: একটি সেবাধর্মী সংগঠন ‘সুহৃদ’ এবারের আমের মৌসুমে আপনাদের সুবিধার জন্য, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ বাগান হতে সংগৃহিত সকল প্রকার কেমিক্যালবিহীন আম এখন চাওয়া মাত্রই আপনার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। সততা, আন্তরিকতা, বিশ্বস্ততা, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর ও সঠিক মানই তাদের প্রত্যয়। এই প্রত্যয় নিয়ে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে কোনরূপ সার্ভিস চার্জ ছাড়া চাওয়া মাত্র ঢাকার ভেতর যেকোন বাসায়, অফিসে পৌঁছে যাবে। সুহৃদ এর আমের ভূবনে আপনি পাবেন হিমসাগর, রুপালি, গোপালভোগ, মোহনভোগ, লখনা, ক্ষীরসাপাতিসহ লোভনীয় সব আম।

এছাড়াও হোমডেলিভারির তালিকায় রয়েছে খ্যাতনামা ফ্যাশন হাউসের শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কামিজ, থ্রি পিস, শিশু কিশোরদের পোশাক। বগুড়ার দই, রস মালাই, সবজি, কটকটি। পাবনার খাঁটি গরুর দুধের ঘি। এছাড়া হোম মেড পাটিসাপটা পিঠা, রেইন বো কেক, প্রাণ হরা, রাঘব সাই, সানার সন্দেশ, চমচম, সাদা চমচম। আরো নিত্য নতুন দৈনন্দিনের পণ্যসামগ্রী।

যোগাযোগের জন্য: 01911710332
[email protected]

About

আরও পড়ুন...

আজ মহান মে দিবস

আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন …

error: Content is protected !!