Home / শীর্ষ সংবাদ / বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক নয় : ফখরুল

বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক নয় : ফখরুল

স্টাফ রিপোর্টার, ২০ জানুয়ারি  – বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীর কয়েকজনের ব্যর্থ অভ্যুত্থান অপচেষ্টার সাথে বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি সঠিক নয়। প্রধানমন্ত্রী অনেক কথাই বলেন। তার কথা কতটা দায়িত্বশীল তা তিনি নিজেই বুঝতে পারবেন। গত ২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমাবেশে বোমা হামলায় শহীদ হন বিপ্রদাস, হাশেম, হিমাংসু, মুক্তার ও মজিব। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় তাদের স্মরণে কমিউনিস্ট পার্টির পল্টন কার্যালয়ে নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্বা নিবেদন মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমানই সেনাবাহিনী পুর্নগঠন করেছেন। বিএনপির বিরুদ্ধে আইএসপিআর ও প্রধানমন্ত্রীর বক্তব্য অত্যন্ত দুঃখজনক। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতার প্রতীক। এটি একটি সুশৃঙ্খল বাহিনী। এ বাহিনী দেশে এবং বিদেশে সুনাম অর্জন করেছে। এ সময় মির্জা ফখরুলের সাথে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-দপ্তর সম্পাদক শাহ আবদুল লতিফ জনি, ছাত্রদল সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম প্রমুখ।

About

আরও পড়ুন...

কুয়েত গ্রিন ক্রিসেন্ট সোসাইটির আলোচনা ও সংবর্ধনা।

বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটি কুয়েত’র উদ্যোগে আলোচনা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুয়েত সিটির রাজধানী …