Home / কুয়েত / বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে নবাবগঞ্জ উপজেলা প্রবাসী কমিটির নেতৃবৃন্দ

বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে নবাবগঞ্জ উপজেলা প্রবাসী কমিটির নেতৃবৃন্দ

কুয়েত প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার ও বাড়িতে বাড়িতে তল্লাশী অভিযান, চেয়ারপারসনে বাসা ও অফিস পুলিশ দিয়ে ঘিরে রাখার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নবাবগঞ্জ উপজেলা প্রবাসী কমিটির নেতৃবৃন্দ। নবাবগঞ্জ উপজেলা প্রবাসী কমিটির আয়োজনে কুয়েত সিটির গুলশান হোটেলে ঐতিহাসিক ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এই নিন্দা জানান। মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক জালাল আহমেদ চুন্নু মোল্লা। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল কাদের মোল্লা, এলডিএফ কুয়েত সভাপতি জাফর আহমেদ চৌধুরী, আবদুস ছোবহান প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন শীর্ষ নেতাদের সরকার মিথ্যে ও ভুয়া অজুহাতে গ্রেফতার করে এককভাবে নীল নকশা নির্বাচন করতে চাইছে। কিন্তু প্রবাসীরা সে স্বপ্ন সফল হতে দিবে না। ইতোমধ্যে প্রবাসে থাকা বাংলাদেশীদের মধ্যে এসব গ্রেফতারের ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে। গুলি করে আইয়ূব, ইয়াহিয়া ও শেখ মুজিবের সরকারও টিকতে পারেনি। জনগণের শক্তির কাছে মুজিব কন্যা হাসিনার সরকারও টিকতে পারবে না।

About

আরও পড়ুন...

উত্তর কলীকচ্ছ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

উত্তর কলীকচ্ছ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ